তুমি আর আমার নেই
শ্যামল সরকার
তুমি
আর আমার নেই । এখন অন্য কারো
তাই
তোমাকে ভাবতে নেই
প্রত্যাশা
করতে নেই উৎকণ্ঠিত জিজ্ঞাসা
কেমন
আছি
যখন
খুব মনখারাপ করে
আমি
চোখ মেলে থাকি অসীম শূণ্যতায়
একটু
একটু করে তারাদের ফুটে ওঠা দেখি রাতের আকাশে
সরিয়ে
রাখি মন
তোমার
থেকে দূরে
যেন
ঐ শূণ্যতা, ওই নিঃস্পন্দ আকাশ ---- সব আমার
Comments
Post a Comment