একদিন

            
শ্যামল সরকার 

একদিন মানুষ পাখীদের ভাষা বুঝবে
পাখীরাও সকাল সকাল বারান্দায় এসে
টকটকিয়ে বলবে ---  এত বেলা পর্যন্ত ঘুমোতে আছে !
সেদিনটা হয়ত লাখখানেক বছর দূর

তারও কোটী বছর পর গাছপালার সাথে সংসার পাতবে মানুষ কিংবা প্রজাপতি
একটি লাজুক মাধবীলতার সাথে যৌনসঙ্গম করবে ভাবুক কবি
ঘাসের দল ফোরন কেটে বলবে ---- আমি কিছু দেখি নি অনিমেষ 

একদিন মৃত্যু এসে কেঁদেকেটে বলবে
             
আমারও বড়ো মৃত্যুভয় হচ্ছে আজকাল

Comments

Popular posts from this blog

A stranger