(কবিতা)

ডেকো না আর

          শ্যামল সরকার

অমন করে আর পিছু ডেকো না

বুকজুড়ে টল্ টল্ আশাহত জলধারা
সময় চলে যায় । ভেসে যায় নকল গেরস্তালি
আমাকে ভেসে যেতে দাও স্বপ্নমায়ায় .......

যে চলে যাবে যেতে দাও । চলে যাক
কুল্ কুল্ করে ডেকো না আর ......

Comments

Popular posts from this blog

A stranger