যতক্ষণ জেগে থাকি শ্যামল সরকার কি যে হয় ঘুম এসে পড়ে স্তব্ধ হয় সব । ফের ঘুম ভাঙে কল কল রব । জাগরণ বুকে ধরে পারাবার পার.... কখন নিভবে আলো ভাবি অতঃপর....
Posts
Showing posts from November, 2018
- Get link
- X
- Other Apps
তুমি আর আমার নেই শ্যামল সরকার তুমি আর আমার নেই । এখন অন্য কারো তাই তোমাকে ভাবতে নেই প্রত্যাশা করতে নেই উৎকণ্ঠিত জিজ্ঞাসা কেমন আছি যখন খুব মনখারাপ করে আমি চোখ মেলে থাকি অসীম শূণ্যতায় একটু একটু করে তারাদের ফুটে ওঠা দেখি রাতের আকাশে সরিয়ে রাখি মন তোমার থেকে দূরে যেন ঐ শূণ্যতা, ওই নিঃস্পন্দ আকাশ ---- সব আমার
- Get link
- X
- Other Apps
(কবিতা) একটু বিশ্রাম নাও শ্যামল সরকার দীর্ঘপথ হেঁটে এলে পথিক, এবার বিশ্রাম নাও । নদীর স্রোতের মতো বিরামহীন চলা শেষে একটু জিরো্ও বন্ধু, বৃ দ্ধ অশত্থের মতো সুস্থির এই প্রাণময় নদীতীরে । একটু থামো এবার । এই জন্মের যত শোক আছে সব উড়িয়ে দাও, গোপন দুঃখ সব বলে দাও বাতাসের কানে কানে । একটু থামো, বিশ্রাম নাও । দুঃসময় বয়ে যাক--- বহুদূর যেতে হবে আরও, বাকী রয়ে গেছে বহু কাজ একটু বিশ্রাম নাও ---