Poem


সুখপাখি

              শ্যামল সরকার

 

আকাশচরা সুখের ঝাঁক

কখনও সখনও আমার কাছে আসে

বারান্দায় দাঁড়ায়

কতবার ডাকি আদর করে ----- ভেতরে আয় ভাই একটু বসে যা ---

 

মিথ্যে আমার ডাকাডাকি

আচম্বিতে উড়ে যায়  সুখপাখি

কি জানি কোথায় ----

Comments

Popular posts from this blog

A stranger