ছোটগল্প ------ তেঁতুলতলার চারজন ও অন্যরা
( ছোটগল্প) তেঁতুলতলার চারজন ও অন্যরা শ্যামল সরকার ‘ দায়িত্বে থাকবেন , অথচ দূরে সরে সরে থাকবেন ---- এটা তো হতে পারে না ’ ----- বেশ বিরক্তির সাথে কথাগুলো বলল সৌমেন । বরাবরের মজার মানুষ হরিহর একথা শুনে এক ধাক্কায় এক্কেবারে নিভিয়ে দিল ভ্রাতৃসম বন্ধু সৌমেনকে ----- ‘ কী যে বলিস ভাই , এ ব্যাপারে তুই আসল লোকটাকে ধরছিস না কেন ? স্বয়ং ঈশ্বর তো এই কায়দাতেই দুনিয়া সামলাচ্ছে । নিজে সব , অথচ নিজেই অধরা । ’ ‘ হুম , কথাটা কিন্তু মোক্ষম বলেছ হরিদা , একদম ন্যায্য কথা ’ ---- মুখ ভরে সাপোর্ট দিল হরিহরকে ঠেকের অন্যতম মুখচোরা সদস্য সদানন্দ । সে বলল আবার ---- ‘ ভগবান নামের অহংকারী ভদ্রলোক জামার কলার তুলে দাবী করেছেন ভাগবত গীতার পাতা ভরে ---- ‘ আমিই সব । অথচ দ্যাখো , ভদ্রলোকের টিকিটিরও দেখা নেই । ’ হরিহর সদানন্দর কথার রেশ ধরে...