Posts

Showing posts from May, 2019
একদিন               শ্যামল সরকার   একদিন মানুষ পাখীদের ভাষা বুঝবে পাখীরাও সকাল সকাল বারান্দায় এসে টকটকিয়ে বলবে ---   এত বেলা পর্যন্ত ঘুমোতে আছে ! সেদিনটা হয়ত লাখখানেক বছর দূর তারও কোটী বছর পর গাছপালার সাথে সংসার পাতবে মানুষ কিংবা প্রজাপতি একটি লাজুক মাধবীলতার সাথে যৌনসঙ্গম করবে ভাবুক কবি ঘাসের দল ফোরন কেটে বলবে ---- আমি কিছু দেখি নি অনিমেষ   একদিন মৃত্যু এসে কেঁদেকেটে বলবে                আমারও বড়ো মৃত্যুভয় হচ্ছে আজকাল
অচেনার ভিড়ে চেনা একজন                   শ্যামল সরকার পোশাক বদলে বদলে আসছ । ভাবছ চিনব না … মেঘের ঢাকায় রং হারালেও আকাশ নিস্পন্দ নির্বিকার অহংকার খাবি খায় উপেক্ষায় । হেসে ওঠে সুনীল সকাল এটুকুতেই হাঁফ ধরা বুক । পথ বহুদূর । ডাকছে আকাশ... বিপদের গন্ধ আমার চে না । গায়ের কিংবা মনের …