Posts

Showing posts from October, 2015

poem

  মুখ        শ্যামল সরকার   টানা পোড়েনের মুখ চামড়া ভাঙা দূঃসময় মনে গভীর আশঙ্কা এই বুঝি বিপর্যয় ---   মিথ্যে বলা মুখ জ্বল-জ্বল লোভী চোখ বুকের ভেতর পাথর মন ভাল মন্দ যা হয় হোক ---   শাদা কালো মুখ চার দিকে শোক ঘোর কেটে রোদ উঠুক পৃথিবী সুন্দর হোক ---

poem

কবিতা     ভ্রমন               শ্যামল সরকার   আমার ডানার বল কমে আসছে কি করে উড়ব এত গভীর আকাশ এখানে তারাদের নাগাল বরং সহজতর মনের ভেতর খানিকটা আলো জমিয়ে ফেলেছি ইতিমধ্যে শাদা আলোর গোপন গভীরে লুকিয়ে আছে কালো রাত্রিমুখ জিরিয়ে নেবার জো নেই ধমনীর ভেতর অবিরাম বইছে রক্তস্রোত ক্রমশ ডানা ভারী হয়ে আসছে এত বৃহৎ নীলিমায় ।

Poem

সুখপাখি               শ্যামল সরকার   আকাশচরা সুখের ঝাঁক কখনও সখনও আমার কাছে আসে বারান্দায় দাঁড়ায় কতবার ডাকি আদর করে ----- ভেতরে আয় ভাই একটু বসে যা ---   মিথ্যে আমার ডাকাডাকি আচম্বিতে উড়ে যায়   সুখপাখি কি জানি কোথায় ----